ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগেও করোনার থাবা

এবার ঘরোয়া ফুটবলের বড় দুই আসর লিগ ওয়ান ও লিগ টু বন্ধ রাখার ঘোষণা দিল ফ্রান্সও। ফুটবল বিশ্বে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ফ্রান্সের দ্য প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি)।

গতকাল শুক্রবার এলএফপির এক বিবৃতিতে জানানো হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে স্প্যানিশ লা লিগা, ইতালির সিরি আ, ডাচ ইরেদিভিসি, পর্তুগালের প্রিমেরা লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ স্থগিত রাখা হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও একই কারণে স্থগিত করা হয়েছে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ১০টি ম্যাচও ।

Leave a Comment